বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

আরো পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলার জেএন রায় হাসপাতাল ঘোষণা করেছে, তারা আপাতত বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধ রাখবে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) হাসপাতালের একাধিক কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।

জেএন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত বলেন, “আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করা হবে না। ভারতের পতাকার অপমানের প্রতিবাদে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”

শুভ্রাংশু ভক্ত আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরও বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব দেখা যাচ্ছে, যা দুঃখজনক। আমরা আশা করি, কলকাতার অন্যান্য হাসপাতালও আমাদের মতো একই পদক্ষেপ নেবে।”

এর আগে, ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধের ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে দাবি করা হয়, বুয়েটের প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা বিছানো হয়েছে। তিনি লেখেন, “চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা করি, সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য চিকিৎসকরাও একই সিদ্ধান্ত নেবেন।”

এই ঘটনার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ