► ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ,

আরো পড়ুন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকা ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টায় সংঘর্ষ শুরু হয়, যা প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। এ সময় সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষের জেরে নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীরা ফটকে তালা লাগিয়ে দেন।

ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা চালিয়েছেন। অন্যদিকে, সিটি কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে ভাঙচুর করেছেন। এ প্রসঙ্গে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়েছিল। এর জের ধরেই সংঘর্ষ ঘটে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। বিকেল সাড়ে ৫টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

এই ঘটনায় আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় অনেক অভিভাবক সিটি কলেজের সামনে ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ