নড়াইলে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

আরো পড়ুন

নড়াইল-ঢাকা-বেনাপোল মহাসড়কের তুলারামপুর এলাকায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, তুলারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটছিল। বুধবার ভোরে তরফদার বখতিয়ার হোসেন হান্নানের বাড়িতে চুরির উদ্দেশ্যে তিনজন প্রবেশ করলে কুকুরের ডাক শুনে বাড়ির মালিক জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে সন্দেহভাজনদের ধাওয়া করে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

চোরদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায়, তাদের মধ্যে দুইজনের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জে। নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও, আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

আরো পড়ুন

সর্বশেষ