মধ্যরাতে মুখোশ পরে ছাত্রলীগের মিছিল

আরো পড়ুন

গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের জামাল খান এলাকায় ছাত্রলীগের কর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। মিছিলে প্রায় ৪০ থেকে ৫০ জন ছাত্রলীগ কর্মী অংশ নেয় এবং তারা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দেয়। মিছিলটি সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট থেকে শুরু হয়ে জামাল খান মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে মিছিলে অগ্রভাগে থাকা দুই মোটরসাইকেল আরোহীর মুখ মুখোশে ঢাকা ছিল।

এ ঘটনায় চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ জানিয়েছেন, শহীদদের রক্তে রঞ্জিত রাজপথে ‘খুনি হাসিনার পুনর্বাসন’ চেষ্টার প্রতিবাদে তারা শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ