জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি বলেছেন যে, দীর্ঘ ১৫ বছর রাজনৈতিক সভা-সমাবেশের সুযোগ না পেয়ে জামায়াতে ইসলামী বিভিন্ন অন্যায় ও অত্যাচারের শিকার হয়েছে। তিনি দাবি করেন, এখন জামায়াত মানুষের কল্যাণের জন্য কাজ করার সময় এসেছে।
শফিকুর রহমান জানান, ৫ আগস্টের ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের সূচনা করেছে। আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের অনেক নেতাকর্মী হত্যা, গুম এবং অন্যায়ভাবে জেল ও ফাঁসির শিকার হয়েছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু ও সুন্দর রাষ্ট্র গড়তে চায়, যেখানে সামাজিক সুবিচার এবং বৈষম্যহীনতা প্রতিষ্ঠিত হবে।
মাগুরার ভায়না মোড়ে অনুষ্ঠিত পথসভায়, তিনি উল্লেখ করেন যে, বেকারত্বের কারণে আর কোনো যুবক আত্মহত্যা করবে না এবং চাকরির জন্য ঘুষ দিতে হবে না। তিনি একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন, যেখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় কার্যক্রম স্বাধীনভাবে পালন করতে পারবে।
এসময় উপস্থিত কয়েক হাজার নেতাকর্মীর সমর্থনে তিনি বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই সম্মানের সঙ্গে বসবাস করবে এবং নারীদের মর্যাদা রক্ষার জন্য কাজ করবে জামায়াতে ইসলামী। তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে।
জাগো/মেহেদী

