যশোরেশ্বরী কালীমন্দিরের চুরির সঙ্গে দুর্গাপূজার কোন সম্পর্ক নেই,

আরো পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের মুকুটের সঙ্গে দুর্গাপূজার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মো. রেজাউল হক। শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। ডিআইজি জানান, মন্দিরটি নিয়ে স্থানীয় দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং একটি পক্ষ ষড়যন্ত্র করছে। পুলিশ কিছু তথ্য পেয়েছে এবং তদন্ত করছে, দ্রুতই সবকিছু স্পষ্ট হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডিআইজি আরও জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী চোরের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে এবং সে কৌশলে মন্দিরে প্রবেশ করে প্রতিমার পিছন থেকে মুকুটটি চুরি করেছে। চোরের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সে স্থানীয় নয়।

তিনি বলেন, কিছু খারাপ মানুষ এই কাজটি করেছে উৎসবকে বিঘ্নিত করার উদ্দেশ্যে। দুর্গাপূজার সঙ্গে এই চুরির কোনো সম্পর্ক নেই। পুলিশ দ্রুত চোরকে শনাক্ত করে মুকুট উদ্ধার করার জন্য কাজ করছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া স্বর্ণের মুকুটটি গত বৃহস্পতিবার সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির থেকে চুরি হয়ে যায়।

আরো পড়ুন

সর্বশেষ