চট্টগ্রামের ডলফিন অয়েল জেটিতে তেল খালাসের প্রস্তুতির সময় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’-তে ঘটে যাওয়া বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা এবং দুই শ্রমিক নুরুল ইসলাম ও হারুন রয়েছেন। ঘটনাটি সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটসহ কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ৯০ মিনিটের প্রচেষ্টা চালান। তবে আগুন পুরোপুরি নিভতে বিকেল ৩টা পর্যন্ত সময় লেগেছে।
জাহাজটিতে প্রায় ১১,৭০০ টন অপরিশোধিত তেল ছিল, যা খালাসের প্রক্রিয়ায় ছিল। বিস্ফোরণের ফলে জাহাজের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এর কিছু অংশ উড়ে যায়। বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিক বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনা প্রাথমিকভাবে উত্থাপিত হয়েছে। তবে, বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিএসসি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং অন্যান্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বিএসসি।
জাগো/মেহেদী

