ওসি জানান, রাব্বি প্রতিবেশী ছয় বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বগুড়ার ঘুরতে যান। বিভিন্ন এলাকায় ঘুরাঘুরি শেষে বাড়ি ফিরছিলেন রাব্বি। নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা। এসময় পাশের ডোবার পানিতে পরে নিখোঁজ হন রাব্বি। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। মরদেহটি ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বুধবার রাত পৌঁনে ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম এলাকার পাকা রাস্তার উপর থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার পরনে লাল-বেগুনি প্রিন্টের মেক্সি পড়া ছিল বলে জানা গেছে। অজ্ঞাত ওই মহিলার নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।