প্রাথমিক গুণী শিক্ষক পদক ২০২৪ এ যশোর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হবার গৌরব অর্জন করেন নোয়াপাড়া ইউনিয়ন এর ১৩৫নং পাঁচবাড়িয়া বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতানা রাজিয়া । এ নিয়ে ২য় বার তিনি জেলা শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এ বছরেই তিনি ইনোভেশন শোকেসিং ২০২৪ এ খুলনা বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করেন।
জানা যায় ২১ সেপ্টেম্বর যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রত্যক্ষ সাক্ষাৎকার ও ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ গুণী শিক্ষক এর মধ্য থেকে তাকে জেলার সেরাদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রকাশনা, গবেষনা, প্রবন্ধ, শ্রেনীপাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষনলব্ধ জ্ঞানের
তার আগ্রহ ও বিশেষ দক্ষতা অর্জন করেন তিনি। শ্রেষ্ঠ গুণী শিক্ষক হওয়ায় তিনি জানান এতে তার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে গেলো। আগেও যেমন শিক্ষা ও শিক্ষকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রেখেছেন এখনো তা অব্যহত রাখবেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও পাঠদানে বিশেষ কৌশল সমুহ প্রয়াগে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব বলে তিনি জানান। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেছেন। তিনি ২০০৬ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার বিশেষ আগ্রহ ও পাঠদান কৌশল ও জনসচেতনতা সৃষ্টি কাজগুলো অনন্য। প্রয়োজনীয় আন্তরিক শিক্ষক ও অবকাঠামোগত উন্নয়ন পেলে বিদ্যলয়ের পড়াশোনার মান ভালো করা সম্ভব। আইসিটিতে বিশেষভাবে দক্ষ হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রসমূহে সারাদেশব্যাপী শিক্ষকদের তিনি ব্যাপকভাবে সহযোগিতা করে থাকেন বলে জানা গেছে। আর নেপথ্যে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যাদের দিনরাত পরিশ্রমে আজ তার এই সফলতা সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। গুণী শিক্ষিকা সুলতানা রাজিয়া ২০১৪ সাল থেকে পাঁচবাড়িয়া বালিয়াডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন,তিনি ICT জেলা অ্যাম্বাসেডর হিসাবে শিক্ষক বাতায়নে স্বীকৃতিপ্রাপ্ত। তিনি Teachers Support Network(TSN) হিসাবে অনলাইন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের স্বেচ্ছাশ্রম হিসাবে সারা বাংলাদেশের শিক্ষকদের সহযোগিতা করে আসছেন।

