ঝিনাইদহের সুরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশারফ হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে র্যাব-৬। রবিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশারফ সুরাট ইউপি চেয়ারম্যান এবং সদর উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, ৪ আগস্ট জেলা বিএনপির অফিস ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এএম মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে আশারফসহ অনেকে জড়িত ছিলেন। খবর পেয়ে র্যাব সদস্যরা পূর্ব কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

