সারা দেশে যৌথ বাহিনীর অভিযানে ৩৯৩৩ অস্ত্র উদ্ধার

আরো পড়ুন

ছাত্র-জনতার আন্দোলনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং অস্ত্র ও গোলাবারুদ লুট করে নেয়। এই পরিস্থিতিতে লুট হওয়া অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে গত বুধবার থেকে পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে লুট হওয়া মোট অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৮১৮টি। এর মধ্যে ৩ হাজার ৯৩৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১ হাজার ৮৮৫টি অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, যার মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি ও পিস্তল। এছাড়া লুট হওয়া প্রায় ৩ লাখ গোলাবারুদ এখনও উদ্ধার করা যায়নি।

লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল থেকে ৮৩৯টি উদ্ধার হয়েছে, কিন্তু ২৯৬টি এখনো উদ্ধার করা হয়নি। এছাড়া এসএমজি, এলএমজি, পিস্তল এবং অন্যান্য অস্ত্রগুলোরও একটি উল্লেখযোগ্য অংশ এখনও খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, গোলাবারুদ উদ্ধারের প্রচেষ্টায় এখনো বিভিন্ন বোরের ২ লাখ ৯৪ হাজার ৪০৫টি গুলি, টিয়ারগ্যাস শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেডসহ উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ উদ্ধার বাকি রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ