কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সারাদেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘শহীদি মার্চ’-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আজ বিকেল ৩টায় শুরু হবে। পরবর্তীতে এটি রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত-কলাবাগান-ফার্মগেট হয়ে টিএসসিতে এসে শেষ হবে।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর, গত ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হন এবং ৬১৭ জন নিহত হন।

