যশোরের আলোচিত ব্যবসায়ী আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটনকে একটি দীর্ঘস্থায়ী অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম।
জানা গেছে, ১৯৯৮ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই মামলাটি দায়ের করা হয়েছিল। প্রাথমিকভাবে আরেকজন ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে তদন্তে লিটনের বিরুদ্ধে অস্ত্রের অভিযোগ উঠে।
এ বিষয়ে লিটনের আইনজীবী বিএম অনিক ইসলাম বলেন, আনিসুর রহমান লিটন আওয়ামীলীগ সরকারের আমলে নির্যাতিত হয়েছেন। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে যা ষড়যন্ত্রমূলক। অস্ত্র মামলাটিও ষড়যন্ত্রমুলক মামলা বলে দাবি করেন তিনি। এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার ফল।
স্থানীয়রা লিটনকে একজন সৎ ও দাতব্যমনা ব্যক্তি হিসেবে মনে করেন। বিশেষ করে, কোভিড-১৯ মহামারীর সময় তিনি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছিলেন।

