কুষ্টিয়ার দুর্ধর্ষ ডাকাত সামিরুল মন্ডল গ্রেপ্তার

আরো পড়ুন

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুর্ধর্ষ ডাকাত সামিরুল মন্ডলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।

গত ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের তালা ভেঙে সামিরুলসহ ৯৮ জন কারাবন্দি পালিয়ে যাওয়ার পর থেকে তাকে ধরার জন্য র‌্যাব তৎপর ছিল। অবশেষে মঙ্গলবার রাত দেড়টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামিরুলের বিরুদ্ধে ডাকাতি, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ২৫টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত সামিরুল খোকসা উপজেলার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন, কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ