যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাজিবের বাড়িতে চাঁদা দাবির জেরে বোমা হামলার ঘটনায় রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ দশজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এজাহারটি গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা মাজহারুল ইসলাম রাজিবের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। এসময় বাড়ি ভাঙচুর করা হয় এবং মাজহারুল ইসলাম রাজিবকে মারধর করা হয়। হামলাকারীরা তার বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটায়, যাতে তার মা রোকেয়া বেগম আহত হন।
মাজহারুল ইসলাম রাজিব আরও জানান, আসামিদের মধ্যে কয়েকজন তার ভাই রাসেল হত্যা মামলার আসামি।
এ ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

