হাতিরঝিলে লেক থেকে জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

আরো পড়ুন

রাজধানীর হাতিরঝিলে আজ বুধবার ভোরে জিটিভির নিউজরুম এডিটর রাহনুমা সারাহের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট রয়েছে। একজন তরুণ ও প্রতিভাবান সাংবাদিকের অকাল মৃত্যু দেশবাসীর মধ্যে শোকের ছায়া বিস্তার করেছে।

রাহনুমা কীভাবে হাতিরঝিলে পড়লেন তা এখনো অস্পষ্ট। এই ঘটনার পেছনে আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা তদন্তের মাধ্যমে বের করতে হবে। রাহনুমার মৃত্যুতে সাংবাদিক সম্প্রদায় শোকাহত হয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনার বিচার চেয়েছেন।

রাহনুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, ভোররাত পৌনে ১টার দিকে হাতিরঝিল প্রথম সেতুর নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারীকে দেখতে পান তিনি। পাশেই তার ব্যাগ ভাসছিল। পানি থেকে তুলে তাকে দ্রুত তাকে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে কোনো চিকিৎসা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

রাহনুমার ফেসবুক পোস্ট থেকে অনেকেই মনে করছেন তিনি আত্মহত্যা করেছেন। তবে এটি নিশ্চিত করার জন্য পুলিশ তদন্ত করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাহনুমার মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ