বন্যায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন: দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির

আরো পড়ুন

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যার কারণে নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বন্যাদুর্গত কয়েকটি উপজেলায় অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাদুর্গত এলাকার প্রায় ১৩ শতাংশ সাইট বর্তমানে বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় জেনারেটরের সাহায্যে নেটওয়ার্ক চালু রাখার চেষ্টা চলছে।

এদিকে, নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লে পরিস্থিতি মোকাবেলায় ১০টি ভিএসএটি প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট এলাকায় মোবাইল নেটওয়ার্ক সুচারু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ফেনী, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খাগড়াছড়িসহ দেশের নয়টি জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ