সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে।
শনিবার (১৭ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনে আহত সকল ছাত্র-জনতাকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে।
অন্যদিকে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে আহতদের চিকিৎসার বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে, এইসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সকল বিলও সরকার বহন করবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে। এই কমিটি আগামী রবিবার বৈঠক করে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে।
mo4ekj
mkwa1l