খুলনাসহ দেশের কয়েক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার বিশেষভাবে প্রভাবিত হতে পারে। এছাড়া, অন্যান্য অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর গতি ঘণ্টায় ৪৫-৬০ কিমি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দেশের সর্বত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

