শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই বিক্ষোভ ও সহিংসতার প্রাদুর্ভাবের জেরে সরকার মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, দেশের সকল মোবাইল অপারেটরকে ফোরজি সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে একজন শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তা জানিয়েছেন, “আমরা সরকারের পক্ষ থেকে ফোরজি সেবা বন্ধের নির্দেশনা পেয়েছি।” তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং এরই মধ্যে রাজধানীসহ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

