সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী নিষেধাজ্ঞার কারণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত। সুপ্রিম কোর্টের রায়ে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করা হয়েছে। সরকারের দাবি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির সাম্প্রতিক সহিংসতা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ১৯৭১ সালের পর জন্ম নেওয়া জামায়াত-শিবির কর্মীদের গণহারে বিচার করা হবে না।

