শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কোন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানান, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যায়ে ঝুঁকি মূল্যায়ন করা হবে।
তবে এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিব এছাড়াও আইজিপি, র্যাব, বিজিবি, আনসার প্রধানের সাথে আলোচনায় বসেন।

