যশোরের বাহাদুরপরু মেহেগনি তলার দুইটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় ওই দুই দোকান থেকে ৫স/৬ লাখ টাকার মালামাল লুট করেছে চোরেরা। তারা টিকআপ নিয়ে এসে মালামাল নিয়ে চম্পট দিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত দেড়টার পর।
প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুক অপু জানান, তার মেহগনিতলা মোড়ে দুইটি প্রতিষ্ঠান রয়েছে। একটি সততা স্যানিটারি এবং অপরটি সততা ইলেকট্রিক এন্ড হার্ডওয়্যার। বুধবার দোকান তালাবদ্ধ করে তারা বাড়িতে যান। মধ্যরাতে তিনি চুরির খবর পান। পরে দোকানে যেয়ে দেখেন দোকান দুইটি লন্ডভন্ড।
সিসি ক্যামেরায় চুরির চিত্র ধরা পরে। সেখানে দেখা যায় চোরের পিকআপ নিয়ে আসেন। তারা ৫জন ছিলো। দোকানের সামনে এসেই কয়েকটি ক্যামেরা ভাঙচুরও করে। এরপর তারা তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে। এরপর বিভিন্ন মালামাল লুট করে তারা চলে যায়।
তিনি আরও জানান, চোরেদের মধ্যে একজনের নাম তরিকুল বলে শোনা যাচ্ছে। এ চুরির ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন মি.ওমর ফারুখ। এ বিষয়ে তিনি আইনি সহায়তা নেবেন।

