আজ থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর মোট ১ লাখ ২৪ হাজার ১শ’ ৪৮ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৩ হাজার ১০৯ জন।
পরীক্ষার বিস্তারিত:
পরীক্ষা কেন্দ্র: ২শ’ ৩০ টি
অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান: ৫শ’ ৭৪ টি কলেজ
বিজ্ঞান বিভাগ: ২৩ হাজার ২শ’ ১৬ জন পরীক্ষার্থী
মানবিক বিভাগ: ৮৫ হাজার ৭শ’ ৫২ জন পরীক্ষার্থী
ব্যবসায় শিক্ষা বিভাগ: ১৫ হাজার ১শ’ ৮০ জন পরীক্ষার্থী
গত বছরের তুলনায়: ছেলে পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৬শ’ ৬৫ জন, মেয়ে পরীক্ষার্থী বেড়েছে ৭ হাজার ১শ’২৮ জন
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

