মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলমকে যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি আদেশ দেওয়া হয়েছে।
এই বদলির মাধ্যমে মোট ১৪ জেলার পুলিশ সুপার (এসপি) বদল করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি করা অন্যান্য জেলা গুলো হলো: রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, মাদারীপুর, সুনামগঞ্জ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের নতুন দায়িত্ব যোগদানের সাথে সাথে কার্যকর হবে।
জাগো/আরএইচএম

