দেশের বিভিন্ন স্থানে ঝড়ো বৃষ্টি হলেও তাপমাত্রা বৃদ্ধির কারণে জনজীবনে বিরাজ করছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে।
রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত।
আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এই ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা।
রবিবার (২৩ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির ওপরে।
সোমবার (২৪ জুন) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়ো বৃষ্টির পূর্বাভাস।
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৬ জুন) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
সূত্র:আবহাওয়া অধিদপ্তর

