শ্রীলঙ্কাকে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে বাংলাদেশ দারুনভাবে তাদের মিশন শুরু করেছে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা জয়ের খুব কাছেই ছিল, মাত্র ৪ উইকেটে হেরে যায়।
এই ফলাফল বাংলাদেশের জন্য খুবই উৎসাহব্যঞ্জক। তারা যদি তাদের আগামী ম্যাচগুলোতে জয় পেতে পারে, তাহলে সুপার এইটে উঠে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আজ ১৪ জুন আফগানিস্তান বনাম বাংলাদেশ (সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন্স)।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, যদি তারা এই ম্যাচে জিতে যেতে পারে, তাহলে সুপার এইটে উঠে যাওয়ার পথ অনেক সহজ হয়ে যাবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আফগানিস্তান সে পথেই আছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা।
জাগো/আরএইচএম

