আজ বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন।
বিকাল ৩ টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। বিকাল ৩:৩০ টায় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন।
দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সকাল সাড়ে ১০ টার দিকে ইস্কাটন গার্ডেন রোডের সরকারি বাসভবন থেকে বাজেট উত্থাপন করতে রওনা দেন অর্থমন্ত্রী। পৌনে ১১ টায় তিনি সংসদ ভবনে পৌঁছান।

