ভারতের আসামে বন্যার ক্রমবর্ধমান তীব্রতায় মৃতের সংখ্যা বেড়েছে ১৫ জনে। রবিবার (২ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখেরও বেশি।
ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী বৃষ্টির কারণেই এই বন্যা দেখা দিয়েছে। রাজ্যের গুরুত্বপূর্ণ তিনটি নদীর পানি বিপৎসীমার উপরে বয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
শনিবার (১ জুন) রাজ্যে নতুন করে আরও তিনজন মারা গেছে বলে জানা গেছে।
উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখন পর্যন্ত ৮৯টি পশু উদ্ধার করা হয়েছে। তবে বন্যার পানি না কমে আসলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।
জাগো/আরএইচএম

