বিশ্ব ফুটবল দিবস উপলক্ষ্যে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ও যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন যশোর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু।
উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোসলে উদ্দিন স্বপন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সদস্য শেখ ইমামুল কবির, সঞ্জয় কান্তি ঘোষ পুলক, বিশ্বজিত সাহা, আব্দুল গফুর, শেখ মোহাম্মদ ইব্রাহিম, নবারুণ স্কুলের রাস্তার অধ্যক্ষ হারুন অর রশিদ, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক, দীপঙ্কর মল্লিক, মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, যশোর জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক ইমন তরফদার।
ম্যাচটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দুটি দলই তাদের সেরাটা দিয়ে খেলে।
খেলা শেষে যশোর খেলোয়াড় কল্যাণ সমিতি ১ ও ,বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি ২ গোল করে বিজয়ী হয়।

জাগো/আরএইচএম

