বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপ-পরিচালক শামীম হাসান শুক্রবার (২৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও, মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও সাগর উত্তাল অবস্থায় রয়েছে।
শামীম হাসান আরও জানিয়েছেন, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে তা বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং পশ্চিমবঙ্গের কলকাতা অঞ্চল দিয়ে ঝড় হিসেবে অতিক্রম করতে পারে। ধারণা করা হচ্ছে আগামী ২৬ মে ঝড়টি আঘাত হানতে পারে। তবে, এখনও স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে:
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল।
জাগো/আরএইচএম

