নিউমোনিয়ায় মৃত্যু বরণ করেছেন জনপ্রিয় ভ্রমণভ্লগার নাদির নিবরাসের মা। ২০ মে সোমবার, নাদির তার ফেসবুক পেজে ‘টিম নাদির অন দ্য গো’ তে এই দুঃখজনক খবর শেয়ার করেছেন।
নাদিরের মায়ের গত সপ্তাহ থেকেই অসুস্থতা ছিল। প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো কোনো মৌসুমি ফ্লু। কিন্তু হঠাৎ করেই তার কাশির সাথে রক্ত পড়তে শুরু করে। দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু দুঃখজনকভাবে তিনি মারা যান।
নাদির তার ভক্ত ও অনুসারীদের অনুরোধ জানিয়েছেন যাদের বয়স্ক আত্মীয় আছে তাদের নিউমোনিয়ার টিকা এবং ডাক্তার কর্তৃক নির্ধারিত টিকা নিতে।
নাদির সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নাদির অন দ্য গো’ নামে পরিচিত। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার লক্ষ লক্ষ অনুসারী রয়েছে।
দিনাজপুরে জন্মগ্রহণকারী নাদিরের ভ্রমণের নেশা ছোটবেলা থেকেই। মা-বাবার সাথে দেশ-বিদেশ ভ্রমণের মাধ্যমে তিনি ভ্রমণপ্রীতি পেয়েছেন। মা-বাবাকে নিয়েও তিনি অনেক দেশ ঘুরেছেন।
জাগো/আরএইচএম

