যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি গত ১৩ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন (এস.আর.ও নং৪৭- আইন/২০২৪) প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করে।
আজ ১৯ মে প্রশাসনিক ভবনের সামনে বেলা ১২টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন (বাআবিকফ) এর পক্ষ থেকেও এই প্রজ্ঞাপন প্রত্যাহার এবং শিক্ষক সমিতি ফেডারেশনের দাবীর সাথে একমত পোষণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যবিপ্রবি কর্মচারী সমিতির সভাপতি মোঃ শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কে এম আরিফুজ্জামান, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম শাহিন, মোঃ আরশাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বৈষম্যমূলক পেনশন প্রজ্ঞাপন বাতিল, ইউজিসি কর্তৃক প্রণীত অভিন্ন নীতিমালা প্রতিহত এবং আগামী বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবী জানান।
এই মানববন্ধন কর্মসূচী বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সর্বজনীন পেনশন সংক্রান্ত অধিকার আদায়ের লড়াইয়ে ঐক্য ও সংহতির বার্তা দেয়।
জাগো/আরএইচএম

