ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত ‘হাসোমের’ নামে একটি সেনা ঘাঁটিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করছে।
আগুনের কারণ এখনও অজানা। রিপোর্ট লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের কারণে ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
‘হাসোমের’ ঘাঁটিতে বিভিন্ন ধরণের অস্ত্র মজুত রয়েছে। আগুনের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।সূত্র:টাইমস অব ইসরায়েল, আল-মায়াদিন
জাগো/আরএইচএম

