চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে আহাম্মদ মল্লিক (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ মল্লিক পাটাচোরা গ্রামের খেদের মল্লিকের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠে কাজ করতে যান আহাম্মদ মল্লিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা তাকে মৃত ঘোষণা করেন।
জাগো/আরএইচএম

