পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহতদের নাম ইয়াসিন আলী (২৩) এবং আব্দুল জলিল (২৪)।
মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার খয়খাট পাড়া সীমান্তের ৪৪৬/১৪ আর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, নিহতরা ভারত থেকে গরু চুরি করতে গিয়েছিল। বিএসএফ তাদের গুলি করে হত্যা করে। তবে, বিজিবি এখনও ঘটনার তদন্ত করছে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগও পায়নি।
নিহতদের মরদেহ বিএসএফ ভারতীয় ফাঁসিদেওয়া ক্যাম্পে নিয়ে গেছে। স্থানীয়রা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে।
জাগো/আরএইচএম

