নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। জেলা যুবলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হচ্ছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ গত শনিবার যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা এক চিঠিতে সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার যুবলীগ নেতা ও কর্মীরা উপস্থিত থাকবেন।
আশা করা হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নড়াইল জেলা যুবলীগ আরও সংগঠিত ও শক্তিশালী হবে এবং দলের নীতি-আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাগো/আরএইচএম

