জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দিন আহমেদ হল সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলের একটি গাছ থেকে জিসান আহমেদ (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০৬ মে) সকাল ৭ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।
মৃত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের কর্মচারী নজরুল ইসলামের মেজো ছেলে। নজরুল ইসলামের বাড়ি শেরপুর জেলায়। জিসান পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের কলাবাগান এলাকায় থাকতেন। সেখানে একটি গরুর খামার দেখাশুনা করতেন তিনি।
স্থানীয়রা সকালে ঝুলন্ত লাশ দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জানায়। নিরাপত্তা কর্মীরা পরে পুলিশকে খবর দেয়। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবার ময়নাতদন্ত করতে রাজি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।
ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ মৃত্যুর কারণ তদন্ত করছে।
ময়নাতদন্তের জন্য পরিবারকে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।
জাগো/আরএইচএম

