রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষে যশোরের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
যশোর সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র এদিন যাচাই বাছাইয়ের দিন ছিল।
বাছাইকালে মনোনয়নপত্রে ক্রটি থাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শাহারুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
জাগো/আরএইচএম

