বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত সাড়ে দশটার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে এক সোনা চোরাচালানকারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় ৭০০ গ্রাম ওজনের ৭০ লক্ষ টাকা মূল্যের ৬টি স্বর্ণবার উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটক মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে তাকে আটক করে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে, বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে মনোরউদ্দিন নামের একজন ব্যক্তিকে আটক করে। প্রথমে তার শরীর তল্লাশি করে কোন স্বর্ণ পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণেরবারগুলো রয়েছে।
বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করলে তার পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জাগো/আরএইচএম

