ভয়াল ২৫ মার্চ, বাঙালি জাতির ইতিহাসের কালরাত। ১৯৭১ সালের এই দিনে, পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়। অপারেশন সার্চলাইট নামক এই অভিযানের লক্ষ্য ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করা এবং তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে মুছে ফেলা।
গণহত্যার রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ সারাদেশে আক্রমণ শুরু করে। নির্বিচারে গুলি চালিয়ে, বাড়িঘর পুড়িয়ে এবং বর্বর নির্যাতনের মাধ্যমে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। স্বাধীনতার ঘোষণা করে জাতিকে প্রতিরোধের আহ্বান জানান বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নয় মাস ধরে চলা যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
জাতীয় শোক দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়। সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১১টায় সারাদেশে ১ মিনিট প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হয়।
জাগো/আরএইচএম

