যশোরে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে দুই সবজি বিক্রেতাকে অপহরণ করে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১৬ মার্চ) রাতে ঢাকা থেকে সবজি বিক্রি করে যশোর ফেরার পথে সোহাগ ও হাবিবুর রহমান নামে দুই সবজি বিক্রেতাকে অপহরণ করে ভুয়া ডিবি পুলিশ।তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে কেশবপুরের একটি মাঠে ফেলে রেখে যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা যশোর পুলিশের শরণাপন্ন হলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে অপহরণকারীদের শনাক্ত করে ডিবি পুলিশ। বুধবার (২০ মার্চ) রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই করা ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম: হারুন অর রশিদ (৩৩) , হাসান (২৪) , ইসতিয়াক আহম্মেদ (২৪), রাশেদ হাওলাদার (২৮), সোহেল আহম্মেদ বাবু (৩২) ,উজ্জল হোসেন (৩০), হাফিজুর রহমান (৩২)
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে হস্তান্তর করা হবে।
জাগো/আরএইচএম

