বৃহস্পতিবার বিকেলে এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূলে নোঙর করার পর শুক্রবার বিকেলে জলদস্যুদের নতুন আরেকটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নেয়।
জাহাজটির মালিকপক্ষের মুখপাত্র মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখনো পর্যন্ত জলদস্যুদের কেউ আমাদের সঙ্গে এখনও মুক্তিপণের ব্যাপারে যোগাযোগ করেনি। জাহাজের ২৩ জন নাবিক সুস্থ আছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। ১৫ মিনিটের মধ্যে জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নেয় এবং সোমালিয়া উপকূলের দিকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বিকেলে জাহাজটি সোমালিয়ার গ্যারাকাড উপকূলে পৌঁছায়।
কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জাহাজের মালিকপক্ষের হয়ে তথ্য দিচ্ছেন। বাংলাদেশ সরকার জাহাজ ও নাবিকদের মুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাগো/আরএইচএম

