রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে আগুন প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে এবং রাত ৮টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, আগুনের কারণ এখনও জানা যায়নি এবং হতাহতের কোন খবরও এখনও পাওয়া যায়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভবনের ভেতরে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। আগুনের তীব্রতায় আশেপাশের বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাগো/আরএইচএম

