র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড় হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি তরিকুল (৪০)কে গ্রেপ্তার করেছে।
রবিবার ১০ মার্চ সকালে মনিহার এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, নড়াইল জেলার কালিয়া থানায় ২০১২ সালের ২৮ ডিসেম্বর তরিকুল ইসলাম (৪০) কে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ গ্রেপ্তারের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি, বিচারিক কার্যক্রম শেষে আদালত তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন। এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা দল রবিবার ১০ মার্চ সকালে মনিহার এলাকায় অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তরিকুল জানায়, জামিনে মুক্তি পাওয়ার পর সে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপন করে এবং মাদক ব্যবসা অব্যাহত রাখে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার সদর কোর্টে হস্তান্তর করা হয়েছে।
জাগো/আরএইচএম

