২০০৯ সালের পিলখানায় বিডিআর বিদ্রোহের স্মৃতি উস্কে দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এখানে এলেই মনটা ভারী হয়ে যায়।” ২০০৯ সালে সরকার গঠনের পর, ২৫ ফেব্রুয়ারি এই ‘অঘটন’ ঘটে। এই বিদ্রোহে ৫৭ জন অফিসার সহ ৭৪ জন শহীদ হন।
প্রধানমন্ত্রী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, “স্বজন হারার বেদনা কত কঠিন, সেটা বোধহয় আমার থেকে কেউ বেশি জানে না।
সোমবার (৪ মার্চ) পিলখানায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০২৩ এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাগো/এসআই

