বেইলি রোডের বহুতল ভবনের অগ্নিকাণ্ড ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁ থেকে হয়নি। আগুনের সূত্রপাত ভবনের নিচের একটি দোকান থেকে। ভবনের একমাত্র সিঁড়ির মুখে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। আগুন সিলিন্ডারগুলোতে লেগে মুহূর্তেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
অগ্নিনির্বাপণ ব্যবস্থা:
ভবনে একটি মাত্র সিঁড়ি ছিল। কোনো জরুরি বহির্গমন পথ ছিল না। বাতাস চলাচলের ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এই ধরনের বাণিজ্যিক ভবনে শুধু একটিমাত্র সিঁড়ি থাকা গ্রহণযোগ্য নয়।
এটি অগ্নি নিরাপত্তা প্রোটোকলের লঙ্ঘন।
ক্ষয়ক্ষতি:
এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু।
কয়েকজন গুরুতর আহত।
মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে।
তদন্ত:
ঘটনাস্থল ‘ক্রাইম সিন’ ঘোষণা করা হয়েছে।
র্যাব ও সিআইডি তদন্ত করছে।
তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজউকের অনুমোদন ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদন্ত করা হবে।
জাগো/আরএইচএম

