নিজস্ব প্রতিবেদক
চির নিদ্রায় শায়িত হলেন যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সুলতান আহমেদ। বুধবার বেলা ১১টায় শহরের ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়। এসময় তাকে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজায় তার প্রিয় ছাত্র-ছাত্রীসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. আহসান হাবীব, যশোর নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি মাস্টার নূর জালাল, জেলা আওয়ামী লীগের নেতা এসএম হুমায়ূন কবীর কবু, আসাদুজ্জামান আসাদ, এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল, তৌহিদ চাকলাদার ফন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, মাসুদুজ্জামান মিঠু প্রমুখ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ সুলতান আহমেদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
জাগো/জেএইচ

