পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকা সত্ত্বেও আজ সোমবার ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
প্রধান তথ্য:
- আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ঢাকার বাতাসের মান স্কোর ছিল ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’।
- চলতি ফেব্রুয়ারি মাসে টানা দুই দিন ঢাকার বায়ু ছিল ‘দুর্যোগপূর্ণ’ এবং বেশিরভাগ দিনই ‘অস্বাস্থ্যকর’।
- আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১-১০০ ‘মাঝারি’/’গ্রহণযোগ্য’, ১০১-১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০-৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০+ ‘দুর্যোগপূর্ণ’/’ঝুঁকিপূর্ণ’।
- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস।
- আজ সকালে বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল ১০ম।
বিশ্বের অন্যান্য শহরের অবস্থা:
- আজ সকালে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর (স্কোর: ১৮৬)।
- দ্বিতীয় অবস্থানে ছিল বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার সারায়েভো (স্কোর: ১৭২)।
- তৃতীয় অবস্থানে ছিল চীনের হাংঝৌ ও উহান (স্কোর: ১৬৭)।
সতর্কতা:
- ঢাকার বাসিন্দাদের ‘অস্বাস্থ্যকর’ বাতাস থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
- বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা এবং শরীরচর্চা না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- সংবেদনশীল গোষ্ঠী, যেমন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

