আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার। গণভবনে অনুষ্ঠিতব্য এই সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:
- সাক্ষাৎকারের জন্য নির্বাচিত মনোনয়ন প্রত্যাশীদের তালিকা আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দলের ওয়েবসাইট ও কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশ করা হবে।
- নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে সংশ্লিষ্ট প্রত্যাশীদের গণভবনে উপস্থিত থাকতে হবে।
- সাক্ষাৎকারের সময় মোবাইল ফোন বহন করা যাবে না।
উল্লেখ্য:
- দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি।
- এসব আসনে দলটির মনোনয়ন পেতে ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন।
- ফলে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন।
এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগ সংরক্ষিত আসনের জন্য তাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করবে।
জাগো/আরএইচএম

